রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে প্রায় ৮ হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার দুপুর ১২টায় রাঙামাটি ৮টি পরীক্ষা কেন্দ্রে যথা সময়ে শুরু হয় পরীক্ষা কার্যক্রম। এসময় কেন্দ্র পরিদর্শন করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) ড. সেলিনা আখতার। রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩ মে অনুষ্ঠিত হবে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি- ইউনিটের ভর্তি পরীক্ষা। এতে পরীক্ষার্থী রয়েছে প্রায় ২ হাজার ৭৪৪ জন। এছাড়া ১০মে অনুষ্ঠিত হবে সি- ইউনিটের ভর্তি পরীক্ষা। তাতেও পরীক্ষার্থী রয়েছে প্রায় ৩ হাজার ২০৪ জন।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. সেলিনা আখতার বলেন, প্রশাসনের আনন্তরিকতায় রাঙামাটিতে শৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে ভর্তি পরীক্ষা।
বিডি প্রতিদিন/হিমেল