জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার পদত্যাগ করেছেন।
সোমবার (১৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের কাছে ই-মেইলে পদত্যাগ পত্র জমা দেন তারা। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (রুটিন দায়িত্ব) আজিজুর রহমান মুকুল।
পদত্যাগ পত্রে তারা দুজনেই দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন।
এর আগে, জাবির উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রশাসনের অধিকাংশ শীর্ষ কর্তাব্যক্তি পদত্যাগ করেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন