খুলনায় উচ্চশিক্ষায় ব্যতিক্রমী প্রতিষ্ঠান হিসেবে সাড়া ফেলেছে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি। ২০১২ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল অনুষদ, ব্যবসা শিক্ষা, কলা ও মানব বিজ্ঞান বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।
এদিকে, প্রতিষ্ঠানটির সাফল্যে কুচক্রিমহল বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। এর মধ্যে ১৯ আগস্ট বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় ‘শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট নিরসনসহ ১৭ দফা দাবিতে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভিসির পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা’ বলে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে।
শিক্ষার্থীরা দাবি করেছেন, ‘১৭ দফা ও ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনের সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বিভ্রান্তিকর।’ এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এমআই