ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৪২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাবি শাখা। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে দলটি। এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই কমিটি অনুমোদন করেন।
ছাত্রদলের ওই কমিটিকি অভিনন্দন জানিয়েছে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। তারা এক বার্তায় ওই শুভেচ্ছা জানায় ছাত্র শিবির।
গত ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেছিল বিএনপি। কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়। এ ছাড়া মাসুম বিল্লাহকে জ্যেষ্ঠ সহসভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহসভাপতি, নাছির উদ্দীন শাওনকে জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তারকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূরে আলম ভূঁইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছিল। এই সাতজনের সঙ্গে এবার নতুন করে যুক্ত হলেন আরও ২৩৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একাধিক নেতা গণমাধ্যমকে জানান, ২০১১-১২ শিক্ষাবর্ষ থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ কমিটিতে স্থান পেয়েছেন। তবে কমিটির অধিকাংশ নেতাই ২০১৬-১৭ থেকে পরবর্তী শিক্ষাবর্ষগুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন