শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া, পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য কাজী শামীম সুলতানা ও ট্রেজারার তৌফিক সাঈদ।
শুক্রবার রাতে তারা পদত্যাগ করেন বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের নির্ভরযোগ্য একটি সূত্র।
জানা গেছে, উপাচার্য ড. অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। আর ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন।
গত তিন দিন ধরে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়। শুক্রবার বিকেলেও নগরীর জিইসি মোড়ের ক্যাম্পাসের গেটের সামনে শিক্ষার্থীরা সমাবেশ করেন। ওই সমাবেশ থেকে তারা রাত ৮টার মধ্যে উপাচার্যসহ তিন শিক্ষককে পদত্যাগের আলটিমেটাম দেন। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। এদিকে, আলটিমেটামের পর উপাচার্যসহ তিন শিক্ষক পদত্যাগ করেন।
এরপর রাত ১০ টার দিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে অবসর গ্রহণের পর ড. অনুপম সেন ২০০৬ সাল থেকে বেসরকারি প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন। শিক্ষার্থীদের অভিযোগ, অনুপম সেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তারা স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে তার পদত্যাগ দাবি করেন।
বিডি প্রতিদিন/কেএ