গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
রবিবার রাত সোয়া ১০টার দিকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে ঝালচত্বর এসে মিলিত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইটের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল ও সাজ্জাতুল্লাহ শেখ। এছাড়াও জাস্টিস ফর জুলাইয়ের আহবায়ক নাহিদ হাসানসহ প্রায় অর্ধ শতাধিক সাধারণ শিক্ষার্থী।
প্রতিবাদ সমাবেশে সহ সমন্বয়ক নাহিদ হাসান বলেন, বর্তমানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ব্যক্তি টার্গেট করে হামলা করছে। আমাদের একমাত্র দাবি হাসিনার নেতৃত্বে যে লীগ হত্যাযজ্ঞ করেছে তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ইন্টেরিম সরকারের প্রধান দায়িত্ব ছিলি আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার ও নিষিদ্ধ করা।
তিনি বলেন, আমার যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছি তখন কিছু দল নিজেদের স্বার্থে চুপ রয়েছে। আমাদের সবাইকে মিলে জুলাইকে বাঁচাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে তীব্র আন্দোলনে যাবে।
বিডি প্রতিদিন/নাজিম