রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এতে সরকারি কর্মকমিশন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কোড যুক্ত করার দাবিও জানানো হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এসব দাবি জানানো হয়।
বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার বলেন, ফোকলোর একটি বহুমাত্রিক বিষয়ভিত্তিক বিভাগ। যেখানে তারা শুধু লোককাহিনি বা গান-নৃত্য নয়; বরং সমাজ, উন্নয়ন, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও সংস্কৃতির সমন্বিত পাঠ নিয়ে থাকেন। তাদের পাঠ্যক্রম আধুনিক, প্রাসঙ্গিক এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের চাহিদা পূরণে সক্ষম। তবে অনেকেই বিভাগের পরিধি ও গুরুত্ব বুঝতে পারে না। অনেকেই মনে করেন এটি শুধু পুরনো গান, নাচ বা লোকগল্পের পড়াশোনা, যা বাস্তবজীবনে কাজে লাগবে না। চাকরির ক্ষেত্রেও শিক্ষার্থীরা হীনম্মন্যতায় ভোগেন। শুধু এই নামের কারণে তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, দাবিগুলোর যৌক্তিকতা যাচাইয়ে একটি কমিটি গঠিত হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই