সুনামগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বনামধন্য শিল্পী জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জনকে আন্তর্জাতিক লোকসংগীত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানিয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
আগামী ২৫ মার্চ থেকে ২৭ মার্চ ভারতের কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য লোকগান বিষয়ে আন্তর্জাতিক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করবেন তিনি।
কলকাতায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভোকাল মিউজিক বিভাগের শিক্ষক ড. চন্দ্রানী দাস পত্র দিয়ে অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জনকে আমন্ত্রণ জানিয়েছেন।
আন্তর্জাতিক অঙ্গনে লোকসংগীত শিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অ্যাডভোকেট দেবদাস চৌধুরী রঞ্জনকে আমন্ত্রণ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সমাজিক সংগঠন।
বিডি প্রতিদিন/ফারজানা