সিলেটে মোস্তাফিজুর রহমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোস্তাফিজুর রহমান ওসমানীনগর উপজেলার মান্দারুকা গ্রামের আবদুল মছব্বিরের ছেলে।
শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার উমরপুর মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে মুখ থেঁতলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা বন্ধুরা মিলে মোস্তাফিজকে খুন করেছে। এ ঘটনায় পুলিশ নিহতের এক বন্ধুকে আটক করেছে।
ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান, গত বৃহস্পতিবার রাতে মোস্তাফিজকে তার কয়েকজন বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ি ফিরেনি। সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বন্ধুরা মিলে ভারি কিছু দিয়ে তার মুখ থেঁতলে হত্যা করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন