সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অমিভাভ পরাগ তালুকদারের অসৌজন্যমূলক আচরণের ঘটনায় উপজেলা প্রশাসনের সব ধরণের সংবাদ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন তিন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সকালে সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা থেকে আমন্ত্রিত সাংবাদিকদের বের করে দেন তিনি (ইউএনও)। এ ঘটনায় তাৎক্ষণিক জরুরি সভায় বসেন বিশ্বনাথের দুই প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।
উপজেলা সদরের পুরানবাজারের জব্বার মার্কেটের দ্বিতীয় তলায় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সব ধরণের সংবাদ বর্জনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় পরবর্তী কর্মসূচি নির্ধারণে পুনরায় বৈঠকেরও সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।
জানা গেছে, সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের সাথে উপজেলা প্রশাসনের এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় অংশ নিতে পূর্বেই আমন্ত্রণ জানানো হয় বিশ্বনাথের দুই প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দকে। সকাল ১১টায় সংসদ সদস্য সভার নির্ধারিত স্থানে আমন্ত্রিত সাংবাদিকসহ অন্যান্য সবাইকে অপেক্ষায় রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গোপনে মিলিত হন। পরে সোয়া ১২টায় সংসদ সদস্য মোকাব্বির খানকে নিয়ে সভাকক্ষে এসে প্রশাসন ও জনপ্রতিনিধি ব্যতীত অন্যান্যদের বের হয়ে যেতে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আমন্ত্রিত সাংবাদিকরা বের হয়ে যাওয়ায় কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে পরে সাংবাদিকদের সাথে কথা বলব।’
এ সময় সংসদ সদস্য মোকাব্বির খান নিবর ভূমিকা পালন করেন। সভা থেকে বের হয়ে আসার পরে মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের জানান, ‘সংসদ সদস্যের নির্দেশেই এমনটা হয়েছে।’
মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিকদের জরুরি সভায় অংশ নেন কাজী মুহাম্মদ জামাল উদ্দিন (দৈনিক জালালাবাদ/সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথ), মোসাদ্দিক হোসেন সাজুল (সাপ্তাহিক বিশ্বনাথবার্তা), তজম্মুল আলী রাজু (ইত্তেফাক/সবুজ সিলেট), জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল/কাজির বাজার), আশিক আলী (যুগান্তর/যুগভেরী), প্রনঞ্জয় বৈদ্য অপু (উত্তরপূর্ব), এমদাদুর রহমান মিলাদ (নয়াদিগন্ত/সিলেটের ডাক), মোহাম্মদ আলী শিপন (কালের কন্ঠ/সিলেট মিরর), আব্বাস হোসেন ইমরান (ভোরের কাগজ/শুভ প্রতিদিন) কামাল মুন্না (যায়যায়দিন), নুর উদ্দিন (সিলেটের দিনরাত), নবীন সোহেল (বাংলাদেশের খবর/শুভ প্রতিদিন), আক্তার আহমদ শাহেদ (মানবজমিন/শ্যামল সিলেট), আব্দুস সালাম (ইনকিলাব), শুকরান আহমেদ রানা (সিলটিভি), পাভেল সামাদ (আমাদের নতুন সময়/সিলেটের দিনকাল), মিছবাহ উদ্দিন (ডেসটিনি), বদরুল ইসলাম মহসিন (সাপ্তাহিক বিশ্বনাথবার্তা), মোশাহিদ আলী (সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম)।
বিডি প্রতিদিন/এ মজুমদার