বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে এবার আরও জোরেশোরে মাঠে নামছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। মঙ্গলবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ঘোষণা করা হয়েছে ‘হোল্ডিং ট্যাক্স পক্ষ’। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় নগরভবন থেকে বের করা হয় শোভাযাত্রা। সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় নগরভবনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনসুর, কর নির্ধারণ কর্মকর্তা চঞ্চল দাস, কর কর্মকর্তা রমিজ উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়ে সিসিক’র কয়েকটি টিম গত প্রায় ৬ মাস ধরে কাজ করে যাচ্ছে। ট্যাক্স পরিশোধে নগরবাসীকে স্বেচ্ছাপ্রণোদিত করতে এবার ‘হোল্ডিং ট্যাক্স পক্ষ’ ঘোষণা করেছে করপোরেশন। এই সময়ের মধ্যে হোল্ডিং ট্যাক্স আদায়ের পাশাপাশি ট্যাক্স সংক্রান্ত ওয়ানস্টম সেবাও দেবেন সিসিক কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম