Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২১ এপ্রিল, ২০১৯ ২০:২৮

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

সিলেট ব্যুরো

সিলেটে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

সিলেট-ঢাকা মহাসড়কের তেতলি এলাকায় সড়ক দুর্ঘটনায় নেতা মিজানুর রহমান অপু নামের ছাত্রলীগের এক নেতা নিহত হয়েছেন। রবিবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

অপু নগরীর ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং দক্ষিণ সুরমার আলমপুরের বশির আহমদ বাবুলের ছেলে।

নগরীর ২৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আমিন এই প্রতিবেদককে জানান, কবর জিয়ারত করতে মোটরসাইকেলযোগে মামাকে সাথে নানাবাড়ি যাচ্ছিলেন অপু। তেতলি এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিহত হন অপু। তার মামা গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডি-প্রতিদিন/২১ এপ্রিল, ২০১৯/মাহবুব


আপনার মন্তব্য