সিলেট নগরীর মিরাবাজারে মধ্যরাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে একটি রেস্টুরেন্ট। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় রক্ষা পেয়েছে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়ি।
অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ফায়ার সার্ভিস। গত রবিবার দিবাগত রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা শিমুল মোহাম্মদ রফি জানান, গত রবিবার মধ্যরাতে নগরীর মিরাবাজারে একটি রেস্টুরেন্টে আগুন লাগে। আমজাদ আহমদ চৌধুরীর মালিকানাধীন ওই রেস্টুরেন্টের ছাদ ছনের (খড়ের) তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল