সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি এখন মেয়াদোত্তীর্ণ (ডেট এক্সপায়ার্ড)। বিএনপির এই গুরুত্বপূর্ণ দুটি ইউনিটের কমিটির যে মেয়াদ ছিল, তা পেরিয়ে গেছে। এরকম অবস্থায় নতুন কমিটি গঠনের আগে তৃণমূল পর্যায় থেকে ধাপে ধাপে এগোনোর উদ্যোগ গ্রহণ করছেন জেলা ও মহানগর বিএনপির নেতারা।
বিএনপি সূত্র জানায়, সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সম্মেলনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক হন আলী আহমদ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন এমরান আহমদ।
অন্যদিকে, মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হন নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক হন বদরুজ্জামান সেলিম এবং সাংগঠনিক সম্পাদক হন মিফতাহ সিদ্দিকী। তবে জেলা কিংবা মহানগর, কোনো ইউনিটেরই পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি সেই সম্মেলনে।
সম্মেলনের প্রায় ১৪ মাস পর ২০১৭ সালের ২৬ এপ্রিল সিলেট জেলা ও মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটি অনুমোদন দেন।
গঠনতন্ত্র অনুসারে, জেলা ও মহানগর বিএনপির কমিটিতে ১৫১ সদস্যের উল্লেখ থাকার কথা ছিল। তবে জেলার পূর্ণাঙ্গ কমিটি করা হয় ২৮১ সদস্যের, মহানগরে ছিল ২৩১ সদস্য। এর বাইরে সহ সভাপতি পদমর্যাদার উপদেষ্টা পদও সৃষ্টি করা হয়। জেলা বিএনপির কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয় ৮২ জনকে, মহানগর শাখায় ৫০ জন।
২০১৭ সাল থেকে ২০১৯ সালের ২৬ এপ্রিল তথা দুই বছর মেয়াদের জন্য ওই কমিটি অনুমোদন পায়। ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে গতকাল শুক্রবার। আজ শনিবার থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ।
বিএনপি সূত্র জানিয়েছে, সিলেটে বিএনপির নতুন কমিটি গঠনের জন্য তোড়জোড় চলছে। তবে জেলা ও মহানগর বিএনপির কমিটি গঠনের আগে তৃণমূূলের কমিটি গঠন করা হবে। এক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকেই করা হবে কমিটি। গেল ৮ এপ্রিল সিলেট বিএনপির নেতাদের সাথে যুক্তরাজ্য থেকে স্কাইপের মাধ্যমে ঢাকায় বৈঠক করেন তারেক। সেখানেই সিলেট বিএনপির পুনর্গঠনে নানা দিকনির্দেশনা তিনি দেন বলে জানিয়েছেন দলটির নেতারা। তারেকের নির্দেশনা অনুসারে এবার গঠনতন্ত্রে যতো সদস্যের উল্লেখ আছে, ততো সদস্যের কমিটিই গঠন করা হবে বলে আভাস মিলেছে বিএনপি দলীয় সূত্রে।
সিলেট জেলা বিএনপি নতুন কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে ওয়ার্ড, এরপর ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করতে চায়। মহানগর বিএনপিও নিজেদের আওতাধীন ২৭টি ওয়ার্ড বিএনপির মধ্যে মেয়াদোত্তীর্ণগুলোর কমিটি গঠনের মাধ্যমে প্রক্রিয়া শুরু করছে।
এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ এই প্রতিবেদককে বলেন, ‘আমরা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছি। জেলার নতুন কমিটি গঠনের আগে আমরা তৃণমূলের সকল কমিটি গঠন করতে চাই। এ লক্ষ্যে প্রথমেই ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হবে। পরে ধাপে ধাপে ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার কমিটি হবে।’
তিনি বলেন, ‘আমাদের আগামী কার্যক্রমের বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণের জন্য আগামী ৫ মে জেলা বিএনপির কার্যনির্বাহী পরিষদের সভা আহবান করা হয়েছে।’
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এই প্রতিবেদককে বলেন, ‘সিলেট জেলা বিএনপি কেন্দ্রের নির্দেশনা নিয়ে এসে কাজ শুরু করেছে। আমরাও নির্দেশনার আলোকেই কাজ করবো। নতুন কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে আগে আমাদের আওতাধীন ওয়ার্ডগুলোর দিকে নজর দেয়া হবে।’
বিডি-প্রতিদিন/২৭ এপ্রিল, ২০১৯/মাহবুব