সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় কলেজছাত্র আকিকুর রহমান অনিকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় স্থানীয় লোকজন তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
অনিক গত শুক্রবার বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল। তার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে সে নগরীর আম্বরখানা এলাকা বসবাস করতো।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল বলেন, গত শুক্রবার বিকেলে কয়েকজন বন্ধু নিয়ে পিয়াইন নদীতে গোসল করতে নেমেছিল অনিক। এসময় সে পানিতে তলিয়ে যায়। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজন তার লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর