মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচালে গত রবিবার দিবাগত রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ৪ জন, আহত হন প্রায় দুইশ' মানুষ। আহতদের মধ্যে ২৮ জনকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা চিকিৎসা নিয়ে ফিরে গেলেও তাদেরকে দেখতে ওসমানী হাসপাতালে যাচ্ছেন দুই মন্ত্রী।
আগামীকাল বুধবার সকালে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন ওসমানী হাসপাতাল পরিদর্শন করবেন।
ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, বরমচালের ওই দুর্ঘটনার পর ২৮ জনকে এ হাসপাতালে নিয়ে আসা হয়। তার মধ্যে ৭ জন চিকিৎসা নিয়ে গত সোমবার হাসপাতাল ছেড়ে চলে যান। বাকিরা মঙ্গলবার হাসপাতাল ত্যাগ করেছেন।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে মঙ্গলবার দুই মন্ত্রীর সরকারি সফরসূচি সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে। এ সফরসূচিতে উল্লেখ রয়েছে, আগামীকাল বুধবার সকালে ট্রেনযোগে সিলেট গিয়ে পৌঁছাবেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এবং বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এরপর সকাল ৯টায় তারা ওসমানী হাসপাতালে ট্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে যাবেন।
কিন্তু আহতরা চলে যাওয়ার পর মন্ত্রীদের যাওয়ার বিষয়টি নিয়ে সিলেটে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/২৫ জুন, ২০১৯/মাহবুব