সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী ভারতের মেঘালয় রাজ্যের পূর্ব খাসিয়া হিল্স সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেছে সে দেশের প্রশাসন। এরপর জনসাধারণকে সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিং করেছে কোম্পানীগঞ্জ প্রশাসন।
এদিকে পূর্ব খাসি হিল্স জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারির বিষয়টি অবগত করে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রশাসনকে।
এই চিঠি পাওয়ার পর শুক্রবার থেকে কোম্পানীগঞ্জ সীমান্তের ৫শ’ মিটার এলাকার মধ্যে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৪৪ ধারা জারি করে চিঠি প্রেরণ ও সীমান্তে সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি।
এনিয়ে শুক্রবার স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে বৈঠক করেছে উপজেলা প্রশাসন। এরপর জনসাধারণকে সতর্ক করতে সীমান্ত এলাকায় মাইকিং করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সীমান্তের ৫শ’ মিটারের মধ্যে কাউকে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চোরাচালান বন্ধে সীমান্তে এই কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন