সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল সিলেটগামী সিএনজি অটোরিকশার ধাক্কায় করিম আহমদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। করিম খাগাইল গ্রামের আব্দুল আহাদের ছেলে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কোম্পানীগঞ্জ থেকে সিলেটে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। পথিমধ্যে খাগাইল নামক স্থানে অটোরিকশাটি করিম আহমদকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসমানী হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার