সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে’র দুই মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার সাথে গ্রেফতার হওয়া তিন সহযোগীকেও দুই মামলায় চারদিনের রিমান্ড দেয়া হয়।
রবিবার সকালে সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক মো. মোস্তাইন বিল্লাহ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
মামলা দুটিতে পুলিশের পক্ষে সাতদিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় একটি রিভলবার, রামদা এবং ৫ হাজার ৫৪০ পিস ইয়াবাসহ পিযুষ কান্তি দে-কে আটক করে র্যাব। পরে তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করে গ্র্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম