সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অভিযান চালিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর ১৩টি বোমা মেশিন ও ১৫টি শেলো মেশিন ধ্বংস করা হয়েছে।
সোমবার দুপুর ১২টা পর্যন্ত বিকাল ৪টা পর্যন্ত বিজিবি ও পুলিশের সহায়তায় টাস্কফোর্সের অভিযানে এসব মেশিন ধ্বংস করা হয়।
জানা গেছে, শাহ আরেফিন টিলায় বোমা ও শেলো মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে একটি চক্র। বিভিন্ন সময় পাথরখেকো চক্রের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসন। কিন্তু তবু বেপরোয়া এ চক্রটি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, পরিবেশ রক্ষায় টাস্কফোর্সের অভিযান চালানো হয়। অভিযানে প্রায় কোটি টাকা মূল্যের ২৮টি বোমা ও শেলো মেশিন এক হাজার ফুট পাইপসহ ধ্বংস করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন