সিলেটের বিশ্বনাথে জামাল আহমদ নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দেওকলস ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও মান্দারুকা গ্রামের মনোহর আলীর ছেলে। সোমবার রাত ৮টায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর উপজেলা সদরে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় (নং-১) তাকে গ্রেফতার করা হয়।
থানার এসআই শফিকুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া আসামি জামাল আহমদকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, যুবদল নেতা জামাল আহমদকে গ্রেফতারের নিন্দা জ্ঞাপন করে মুক্তির দাবী জানিয়েছেন দশঘর ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন দশঘর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, বর্তমান সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাদশা মিয়া।
বিডি প্রতিদিন/এ মজুমদার