কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। আজ শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও মহানগর বিএনপির সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীমের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, ‘খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। বিচারের নামে প্রহসনের মাধ্যমে তাকে বন্দি করে রাখার মাধ্যমে গণতন্ত্রকেই বন্দি করে রাখা হয়েছে।’
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাবায়ক আরিফ ইকবাল নেহাল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ