সিলেটে পৃথক অভিযানে ৯ জুয়াড়ি ও ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা এবং নগরীর কাজীরবাজার ও কাজলশাহ থেকে তাদেরকে আটক করে র্যাব ও পুলিশ।
জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক জানান, গত শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চাঙ্গীলবাজার থেকে ৪ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন জাহাঙ্গীর আলম, সিরাজ মিয়া, তাজ উদ্দিন ও ফয়সল আহমদ। তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ ও নগদ চার হাজার ৪০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১০টায় নগরীর কাজীরবাজার থেকে ৫ জুয়াড়িকে আটক করা হয়। আটককৃতরা হলেন নবীর হোসেন, ইমন আহমদ, সামাদ মিয়া, মিন্টু মিয়া ও অজিত গৌড়।
এছাড়া ওইদিন রাত সোয়া একটায় কাজলশাহ থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন মো. আনোয়ার ও মো. রমজান। তাদের কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির সাত হাজার ৮শ’ টাকা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/মাহবুব