সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টায় গোয়াইন নদী থেকে আব্দুল হক নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুর্নানগর উত্তর বল্লাগ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার পর নৌকাযোগে মাছ ধরতে বের হন আব্দুল হক। এরপর আর বাড়ি ফিরেননি তিনি। গতকাল সোমবার দুপুরে গোয়াইন নদীর বামন ঢর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ আব্দুল হকের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন তিনি। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার