সিলেট নগরীর কুয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এক ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত করা হয়েছে। সোমবার বেলা দেড়টার দিকে কুয়ারপাড়ে ইঙ্গুলার মাজারের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাহত জসিম উদ্দিনকে (১৮) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিম কুয়ারপাড়ের গিয়াস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়ারপাড় এলাকায় ছাত্রলীগের দুটি বিবদমান গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে জসিম উদ্দিনের পায়ের হাঁটু ও উরুসহ একাধিক স্থানে ছুরিকাঘাত করে কয়েকজন যুবক। ছুরিকাঘাতকারীরা এলাকার পিচ্চি শাকিল, ইমন, রাজু, সুমন ও শান্ত বলে অভিযোগ জসিমের।
এ ব্যাপারে নগরীর কোতোয়ালী থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘ছুরিকাহত জসিমকে স্থানীয়রা উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করেন। ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদেরকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার