সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের তেলাঞ্জি এলাকা থেকে ১০ বস্তা ভারতীয় সুপারির চালান জব্দ করেছে বিজিবি। সোমবার সকাল ৭টার দিকে একটি নৌকার মধ্য থেকে এসব সুপারি জব্দ করা হয়।
জানা গেছে, জৈন্তাপুরের লালাখাল সীমান্ত ব্যবহার করে চোরা কারবারিরা ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য বাংলাদেশে নিয়ে আসে। প্রায় সময়ই এ সীমান্ত এলাকায় চোরাই পণ্য ধরা পড়ে। সোমবার সকালে বিজিবির একটি টহল দল ১০ বস্তা সুপারিসহ একটি নৌকা জব্দ করে।
১৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল সাঈদ আহমদ জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা সুপারি ভর্তি নৌকা ফেলে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার