সিলেটের দক্ষিণ সুরমায় মাদক বিক্রেতা তকমা থেকে বেঁচে গেলেন এক ব্যবসায়ী। অভিযোগ উঠেছে, পরিকল্পিভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে দোকানে গাঁজা রেখে। এমন ঘটনায় অন্যান্য ব্যবসায়ীরা রয়েছেন আতঙ্কে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখছেন তারা।
দক্ষিণ সুরমার কামাল বাজারের কবির আহমদের দোকানে বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে অভিযানে যায় পুলিশ। দাবি করেন, কবির আহমদ মাদক ব্যবসা করেন এমন তথ্য রয়েছে তাদের কাছে। এরপর তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো গাঁজা উদ্ধার করেন তারা।
ব্যবসায়ী কবির আহমদ জানান, তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ত নন। তবে পুলিশকে দোকানের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখার অনুরোধ জানালে তখন তারা গড়িমসি শুরু করে বলে জানান ব্যবসায়ী কবির আহমদ।
কবির আহমদ বলেন, তোমার দোকানে এসব আসলো কিভাবে? তুমি ব্যবসা করো। আমি বললাম, জী না স্যার আমিতো এসব করি না। তখন আমি বলি আমার দোকানে সিস ক্যামেরা আছে আপনারা দেখতে পারেন। তখন তারা হিমশিম খেয়ে বের হয়ে গেছে। তারা আর ভিডিও ফুটেজ দেখেনি।
পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি দোকানে এসে তার পকেটে থাকা গাঁজা রেখে যায়। এর কিছু সময় পরেই অভিযানে আসে পুলিশ। এমন ঘটনায় আতঙ্কে রয়েছেন অন্য ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, ওরা সিস ক্যামেরা থাকায় সে বেঁচে গেছেন। আমাদের নাই, আমরা বাঁচবো কিভাবে? আমরা অনেক আতঙ্কে আছি।
পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত দোষীকে খোঁজার চেষ্টা করছেন তারা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, কোন কুচক্রী মহল ওই দোকানদারকে ফাঁসানোর জন্য এই গাঁজা বাহির থেকে এনে দোকানে রাখার চেষ্টা করে। আমরা ওই লোকটাকে যদি সনাক্ত করতে পারি, তাহলে আমরা ওই লোকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো। এমন ঘটনায় পুলিশ জড়িত কিনা এই প্রশ্ন স্থানীয়দের।
বিডি প্রতিদিন/আরাফাত