সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন শামীমাবাদ এলাকা থেকে অস্ত্রসহ হাসান মিয়া (১৮) নামের এক যুবককে আটক করেছে র্যাব। তার কাছ থেকে একটি রিভলবার, একটি পিস্তল ও খালি ম্যাগাজিন জব্দ করা হয়। গত সোমবার দিবাগত রাত একটার দিকে তাকে আটক করে র্যাব।
হাসান মিয়া সিলেটের বালাগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে। বর্তমানে তার আবাস ছিল নগরীর শামীমাবাদ এলাকার ৪নং রোডের একটি বাসায়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, হাসান মিয়া একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব