সিলেটের কানাইঘাট উপজেলায় সুরমা নদীতে ডুবে এক সৌদি আরব প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুর রহমান (৩২) নামের ওই প্রবাসী উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের দর্জিমাটি গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান কিছুদিন আগে ছুটি কাটাতে দেশে আসেন। বুধবার সকালে একটি নৌকা নিয়ে হাবিবসহ চারজন সুরমা নদীতে মাছ ধরতে যান। হঠাৎ নৌকা উল্টে পানিতে তলিয়ে যান হাবিব। তিনি সাঁতার জানতেন না।
কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, নৌকা ডুবে যাওয়ার পর বাকি তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু তলিয়ে যান হাবিব। পরে স্থানীয়রাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার