মেয়াদোত্তীর্ণ হওয়ার পাঁচ মাস পর সিলেট জেলা বিএনপির কমিটি ভেঙে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহবায়ক কমিটিতে স্বাক্ষর করেন। কমিটিতে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কামরুল হুদা জায়গীরদারকে আহবায়ক করা হয়েছে। এ কমিটি তিন মাসের মধ্যে সম্মেলনের আয়োজন করবে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বিএনপির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ২৫ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে।
আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আবুল কাহের চৌধুরী শামীম, অ্যাডভোকেট আব্দুল গফফার, আশিক উদ্দিন চৌধুরী, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, অধ্যাপিকা সামিয়া চৌধুরী, অ্যাডভোকেট আশিক চৌধুরী, মইনুল হক চৌধুরী, আব্দুল মান্নান, ফারুকুল ইসলাম ফারুক, শাহ জামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নাজিম উদ্দিন লস্কর, সিদ্দিকুর রহমান পাপলু, মাজহারুল ইসলাম ডালিম, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম, শামিম আহমেদ ও আহমেদুর রহমান চৌধুরী।
এদিকে, সিলেট মহানগর বিএনপিতেও দু-একদিনের মধ্যে আহবায়ক কমিটি আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০১৭ সালের ২৬ এপ্রিল সিলেট জেলা ও মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ শেষ হয় চলতি বছরের এপ্রিলে।
বিডি প্রতিদিন/এ মজুমদার