অবশেষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় যুবককে নির্যাতনের দায়ে সালাম মেম্বারকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধায় তাকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। তবে কোথায় থেকে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। জকিগঞ্জ থানার ওসি মীর নাসির আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে সালামের অপর তিন সহযোগীকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা হলেন, এবাদ মেম্বার, আনোয়ার ও শাহজাহান।
বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের বড়বন্দ গ্রামের মৃত সফর আলীর ছেলে গিয়াস উদ্দিনকে (৩৫) বাঁশের সঙ্গে ঝুলিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, সালাম মেম্বার ওই যুবককে বেধড়ক পিটাচ্ছেন। এ ঘটনায় জকিগঞ্জে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। সালাম মেম্বারের বিরুদ্ধে হত্যা, নারী কেলেঙ্কারী, মাদক ব্যবসাসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন