১০ ডিসেম্বর, ২০১৯ ২০:২৯

পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সিসিকের অভিযান অব্যাহত, জরিমানা ৪০ লাখ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নে সিসিকের অভিযান অব্যাহত, জরিমানা ৪০ লাখ

সিলেট নগরীর বাসা-বাড়ি ও বাণিজ্যিক এলাকায় পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

মঙ্গলবার সকালে নগরীর ১৪ নং ওয়ার্ডের কাষ্টঘর এলাকার বেশ কয়েকটি বাণিজ্যিক ও আবাসিক বাসা-বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এ নিয়ে গত ২৩ দিনে নগরীর ৫, ১৪, ১৮, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পানির দুই শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করাসহ প্রায় ৪০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, নগরীর বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৭ নভেম্বর থেকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নির্দেশে এ অভিযান শুরু হয়।

অভিযানে আবাসিক ও বাণিজ্যিক বাসা-বাড়ির পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণসহ বকেয়া বিল আদায় সাপেক্ষে পানির লাইন বৈধ করা হয়। এছাড়া অবৈধভাবে হাফ ইঞ্চি পানির লাইনের স্থলে অতিরিক্ত মাপের পাইপ ব্যবহার না করা এবং আবাসিক পানির লাইন নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ ব্যাপারে সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, পানির অবৈধ সংযোগের বিরুদ্ধে সিলেট সিটি কর্পোরেশন অভিযান শুরু করেছে। নগরীর অনেক বাসিন্দা অবৈধভাবে পানির সংযোগ নিয়ে ব্যবহার করছেন। যার ফলে বৈধ পানির লাইন ব্যবহারকারীরা পানি পাচ্ছেন না। এছাড়া দীর্ঘদিন থেকে পানির বিল দিচ্ছেন না অনেকে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মেয়র।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর