২০ জানুয়ারি, ২০২০ ১৯:১৪

ওসমানী বিমানবন্দরে সিগারেটের চালানসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ওসমানী বিমানবন্দরে সিগারেটের চালানসহ যাত্রী আটক

সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে ২১৫ কার্টন সিগারেটসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমসস কর্তৃপক্ষ। সোমবার বেলা ১টার দিকে সিগারেটসহ মো. জামশেদ সিকদার নামে ওই যাত্রীকে আটক করা হয়। 

আটক মো. জামশেদ সিকদার চট্টগ্রাম জেলার রাউজান থানার সুলতনাপুরের চিত্তপাড়ার বাসিন্দা। 

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট অফিসের কমিশনার ড. গোলাম মো. মুনীর জানান, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-৬০১ ফ্লাইটে জামশেদ ওসমানী বিমানবন্দরে আসেন। এসময় তার ব্যাগেজ স্ক্যান করে ভেতরে ২১৫ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। শুল্ক ফাঁকি দিয়ে তিনি প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের সিগারেটের ওই চালান নিয়ে আসা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানান, জিজ্ঞাসাবাদে জামশেদ জানিয়েছেন তিনি সিলেটের উমরপুরের জনৈক নূরজামানের কাছে সিগারেটগুলো পৌঁছে দেওয়ার জন্য নিয়ে এসেছেন।  

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর