২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:৪২

বিছানাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলনের ৯ মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক, সিলেট

বিছানাকান্দিতে অবৈধভাবে পাথর উত্তোলনের ৯ মেশিন ধ্বংস

সিলেটের গোয়াইনঘাটের বিছানাকান্দি পাথর কোয়ারিতে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার বেলা ২টায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ৯টি স্যালো মেশিন ধ্বংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলনের বিরুদ্ধে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব। 

তিনি জানান, বিছাকান্দি কোয়ারিতে পাথরখেকোরা পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলন করছে এমন খবর পেয়ে সোমবার বেলা ২টার দিকে অভিযান চালায় টাস্কফোর্স। এসময় দেখা যায় বিছানাকান্দি কোয়ারির বিভিন্ন স্থানে গভীর গর্ত করে স্যালো মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। পরে স্যালো মেশিনগুলো ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবি সদস্যরা অংশ নেন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর