সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে হাসপাতালের মূল গেইটের কাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক আহমদ জানান, মারা যাওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় সনাক্ত করা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার