সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের দূর্যাকাপন গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় ওই বাড়ি থেকে জব্দ করা হয় ৯০০ পিস ইয়াবা।
আটক করা হয় মাদক ব্যবসায়ী আবুল বাশার তুহিন (৪০) ও তার স্ত্রী ছমিরুন বেগমকে (৪০)।
বিশ্বনাথ থানা পুলিশের ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী জানান, ইয়াবাসহ ওই দম্পতিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/আরাফাত