করোনাভাইরাসের কারণে যেখানে মৃত্যুর খবর চারিদিকে তার মধ্যে সুসংবাদ দিল সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ। জেলা মোট ১৫ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের নমুনা পুনরায় পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসলে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়।
জানা যায়, গত ১২ এপ্রিল সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়া এক নারী ও ঢাকা আক্রান্ত হয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পালিয়ে আসা যুবক করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। এতে করে সুনামগঞ্জের হিসেবে বর্তমান করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৪ জন।
অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া ওই দুইজনের মুখে ছিল বিজয়ের আনন্দ। হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে তারা তাদের বাড়িতে রওনা হন।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জের জন্য আজকে আমাদের একটি খুশির খবর, করোনা আক্রান্ত ২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তারপরেও আমরা তাদের পর্যবেক্ষণে রাখব। করোনাভাইরাস নিয়ে ভয় না পেয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা আশা করি বাকি যারা রয়েছে তারাও সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন।
বিডি প্রতিদিন/আরাফাত