সিলেটের অসহায়, গরীব ও করোনা পরিস্থিতির কারণে সংকটে থাকা মধ্যবিত্তদের পরিবারে খাদ্য উপহার পাঠানো অব্যাহত রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিজের উদ্যোগে গঠিত ‘মোমেন ফাউন্ডেশন’র পক্ষ থেকে সোমবার (২৭ এপ্রিল) নগরীর ৫নং ওয়ার্ডের এক হাজার পরিবারে পাঠানো হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ ও পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েলের তত্ত্বাবধানে নগরীর গোয়াইপাড়া, কালা শাহ (রহ.) মাজার, বড়বাজার, কলবাখানি ও আশপাশের এলাকায় এই খাদ্য উপহার বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাংবাদিক আবদুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুপ্রিয় দেব শান্ত, সিলেট মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান প্রমুখ।
প্রসঙ্গত, আর্তমানবতার সেবায় গত ২১ এপ্রিল যাত্রা শুরু করে ‘মোমেন ফাউন্ডেশন’। ওইদিন নগরীর টিলাগড়ে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের তত্ত্বাবধানে ২০০ সিএনজি অটোরিকশা চালকের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে যাত্রা করে এই ফাউন্ডেশন।
বিডি-প্রতিদিন/শফিক