সিলেটের কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ছত্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এবাদ উদ্দিন (৪৫) ওই গ্রামের বাসিন্দা। পুলিশ প্রধান অভিযুক্তকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার তারাবির নামাজের পর মসজিদের বাইরে পূর্ব বিরোধ ও গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে এবাদ উদ্দিন ও কামাল আহমদের পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কামাল আহমদের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এবাদের বাড়িতে হামলা চালায়। হামলায় এবাদ উদ্দিন ও তার ভাই মঈন উদ্দিনসহ কয়েকজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এবাদ উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান।
স্থানীয় লোকজন জানান, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েক বছর ধরে কামাল আহমদ ও এবাদ উদ্দিনের পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে একাধিকবার উভয় পক্ষে সংঘর্ষে জড়িয়েছে। থানায় একাধিক পাল্টাপাল্টি মামলাও রয়েছে।
কানাইঘাট থানার ওসি শামসুদ্দোহা জানান, ইতোমধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত কামাল আহমদকে আটক করেছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার