সিলেটের বিয়ানীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হামলায় এক যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কাইয়ূম (২০) নামে ওই যুবক মারা যান। গত বৃহস্পতিবার হামলায় গুরুতর আহত হয়ে তিনি ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
নিহত আবদুল কাইয়ুম বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লামা নিদনপুরের সবুল মিয়ার ছেলেদের উপর হামলা চালায় তাদের চাচা মফুর আলীর ছেলে স্বপন ও মুমিন। এসময় আহত হন আবদুল কাইয়ূম ও তার ভাই তাজ উদ্দিন ও নাজিম উদ্দিন। গুরুতর আহতাবস্থায় আবদুল কাইয়ূমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোরে সে মারা যায়।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহত আবদুল কাইয়ূমের লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম