লকডাউন চলা অবস্থায় যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করেছিল একটি ট্রাক। কিন্তু সিলেটের দক্ষিণ সুরমার তেতলী বাইপাস এলাকায় ট্রাকটি পুলিশের নজরে পড়লে সেটি আর ঢাকার পথে এগুতে পারেনি।
ট্রাকে যাত্রী পরিবহন না করার নির্দেশনা দিয়ে উল্টো পথে ফেরত পাঠায় পুলিশের দায়িত্বরত দল।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে একটি ট্রাক সুনামগঞ্জ বাইপাস দিয়ে এসে ঢাকা-সিলেট মহাসড়কের হাবিব হোসেন পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহ করছিল। তখন ট্রাকটি পুলিশের নজরে পড়লে চালক ও যাত্রীদের আটক করেন। পরে তাদের উল্টো পথে ফিরিয়ে দেয়া হয়।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, বেশ কয়েকজন যাত্রী নিয়ে সুনামগঞ্জ বাইপাস দিয়ে আসা একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিল। পুলিশের দায়িত্বরত দল ট্রাকটিকে আটকে যাত্রী বহন না করার নির্দেশনা দিয়ে উল্টো পথে ফেরত পাঠিয়ে দেয়।
বিডি প্রতিদিন/আরাফাত