করোনা সংকটে ক্ষতিগ্রস্তদের মাঝে পবিত্র রমজান উপলক্ষ্যে খাদ্য সহায়তা দিয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকেলে উপজেলা অর্ধশত কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ছয়ফুল হক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যন মহব্বত আলী জাহান, উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রভাষক আফিয়া রশিদ, সহ সভাপতি জ্যোৎন্সা বেগম, সাধারণ সম্পাদক জুলিয়া বেগম, বিশ্বনাথ সদর ইউনিয়ন মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহানারা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ