সিলেটে ব্যাংকে আসা গ্রাহকরা মানছে না সামাজিক দূরত্ব। গা ঘেষাঘেষি করে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সারছেন ব্যাংকিং কার্যক্রম। এতে করোনাভাইরাস সংক্রমণের শঙ্কা বাড়লেও ব্যাংক কর্তৃপক্ষ রয়েছে উদাসীন।
সিলেটে বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশিরভাগ শাখা বন্ধ। দু’একটি শাখার মাধ্যমে সীমিত সময়ের মধ্যে তারা দিয়ে যাচ্ছে গ্রাহক সেবা। তাই প্রতিদিনই ব্যাংকগুলোতে লেগে থাকে গ্রাহকদের দীর্ঘ লাইন।
রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় চালু থাকা ব্যাংকের শাখাগুলোতে ছিল উপচেপড়া ভিড়। কয়েকটি ব্যাংকে গিয়ে দেখা গেছে, ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে ৫-৭ জন করে ভেতরে ঢোকার সুযোগ দিয়ে চালানো হচ্ছে ব্যাংকিং কার্যক্রম। বাইরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন শত শত গ্রাহক। সামাজিক দূরত্ব না মেনে তারা গা ঘেষাঘেষি করে আছেন দাঁড়িয়ে। গ্রাহকদের চাপ সামলাতে ব্যাংক কর্মকর্তারাও হিমশিম খাচ্ছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার