৩০ জুন, ২০২০ ১৯:২৭

এবার হচ্ছে না শাহজালাল (রহ.)'র ওরস

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

এবার হচ্ছে না শাহজালাল (রহ.)'র ওরস

মহামারি করোনাভাইরাসের কারণে এবার হযরত শাহজালাল (রহ.)-এর ৭০১তম বার্ষিক ওরস হচ্ছে না। মঙ্গলবার বিকেলে শাহজালাল (রহ.) দরগাহ অফিসে এক বৈঠক শেষে লিখিত বক্তব্য পাঠ করে এমন ঘোষণা দেন দরগাহের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান।

৭০০ বছরের ইতিহাসে এই প্রথম মহামারির কারণে ওরস মোবারক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হচ্ছে না বলে জানান তিনি।
লিখিত বক্তব্যে ফতেহ উল্লাহ আল আমান বলেন, করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দেশে প্রতিদিন সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। ফলে এবছর ১১ ও ১২ জুলাই দুদিনব্যাপী হযরত শাহজালাল (রহ.) এর ৭০১তম ওরস অন্যান্য বছরের মতো উদযাপিত হবে না। তাই ওরসের নির্ধারিত দিন মাজারে ভক্ত ও আশেকানদের ভিড় না করার অনুরোধ জানান মোতাওয়াল্লি। 

এসময় উপস্থিত ছিলেন হযরত শাহজালাল (রহ.) ও ৩৬০ আউলিয়া ভক্ত পরিষদের সাধারণ সম্পাদক শেখ মো. মকন মিয়া, সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন সিরুল ও মাজারের খাদেম তৌফিক আহমদ চৌধুরী লাভলু প্রমুখ। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর