১৯ আগস্ট, ২০২০ ১৩:০৬

ভারতের করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে আলাপ হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারতের করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে আলাপ হবে : পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি বলেছেন, ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক। আমাদের স্বাধীনতায় তারাও রক্ত দিয়েছে। সুতরাং আমরা দুই দেশ মিলে অনেক প্রোগ্রাম একসঙ্গে করি।

তিনি বলেন, খুবই খুশির খবর যে- ভারতের পররাষ্ট্র সচিব আমাদের দেশে সফরে এসেছেন। তার সঙ্গে অনেক বিষয় নিয়ে আলাপ-আলোচনা হবে।

আজ বুধবার সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ভারতে করোনার ভ্যাকসিন তৈরির সম্ভাবনা রয়েছে। সে ভ্যাকসিন আমরা কীভাবে পাবো সে বিষেয়ে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাপ হবে।

উল্লেখ্য, সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী প্রতিকৃতি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ . কে. আব্দুল মোমেন এমপি।

সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের পরিকল্পনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থাপিত বঙ্গবন্ধুর এ প্রতিকৃতি উন্মোচনের পরে তাতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর