২০ সেপ্টেম্বর, ২০২০ ১৮:০৯

বাংলাদেশ প্রতিদিনের খবরে বন্ধ রাতারগুলের ‘ওয়াচ টাওয়ার’

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

বাংলাদেশ প্রতিদিনের খবরে বন্ধ রাতারগুলের ‘ওয়াচ টাওয়ার’

সিলেটের জলাবন (সোয়াম্প ফরেস্ট) রাতারগুলের ওয়াচ টাওয়ার নিয়ে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে ‘নড়বড়ে রাতারগুলের ওয়াচ টাওয়ার’ শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশ পর টাওয়ার ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পর্যটক আরোহনে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। 

রবিবার দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বন্ধ করে দেয়া হয়েছে টাওয়ারে ওঠার প্রবেশ পথ। সেই সাথে প্রত্যেক পর্যটক গাইড ও নৌকার মাঝিদেরও দেয়া হয়েছে বিশেষ সর্তক বার্তা। 

তাদের বলে দেয়া হয়েছে, কোন ভাবেই যেন, দর্শনার্থী টাওয়ারে না উঠেন সে বিষয়ে নজর রাখতে। এ তথ্য ‘বাংলাদেশ প্রতিদিন’কে নিশ্চিত করে বিট কর্মকর্তা দায়িত্বে থাকা বন প্রহরী আবদুল ওয়াদুদ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত উপরে উঠার পথে বাঁশ দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে স্টীলের গেট তৈরীর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি প্রস্তুত হলে স্থায়ী ভাবে টাওয়ারে উঠার পথ বন্ধ করে দেয়া হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর