শিরোনাম
২৬ সেপ্টেম্বর, ২০২০ ১১:২৫

বাইকে তিন আরোহী, নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বাইকে তিন আরোহী, নিয়ন্ত্রণ
হারিয়ে একজনের মৃত্যু

এক মোটরবাইকে করে যাচ্ছিলেন তিন বন্ধু। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগলে পড়ে যান তিনজনই। এতে দুইজন গুরুতর আহত হয়ে প্রাণে রক্ষা পেলেও মারা যান একজন।

গতকাল শুক্রবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ (২২) সিলেট শহরের আখালিয়া ধানুহাটা এলাকার রানা মিয়ার কলোনির মো. জসিমের ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন, একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, তিন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে টুকেরবাজারের দিকে যাচ্ছিলেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে যাওয়ার পর ডিভাইডারে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে গেলে তিন আরোহী গুরুতর আহত হন। উদ্ধার করে ওসমানী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর