২১ জানুয়ারি, ২০২১ ১৭:৫৯

সিলেটে টিসিবি’র পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে টিসিবি’র পেঁয়াজে আগ্রহ নেই ক্রেতাদের

কিছুদিন আগেও পেঁয়াজের জন্য ছিল হাহাকার। আকাশচুম্বী দামের কারণে পেঁয়াজের ঘা ঘেষতে পারেননি ভোক্তারা। কিন্তু পেঁয়াজের দুর্মূল্যের বাজার আর নেই। বর্তমানে সিলেটে প্রায় পানির দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। কিন্তু তারপরও পেঁয়াজ কেনার গ্রাহক মিলছে না।

জানা গেছে, বর্তমানে সিলেটের পাইকারি বাজারে ১৮-২০ টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরো বাজারে ২২-২৫ টাকা দরে এ পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মাত্র ১৫ টাকা কেজি করে বিক্রি করছে পেঁয়াজ। এতো কম দরে পেঁয়াজ বিক্রি করলেও ক্রেতা মিলছে না।

টিসিবি’র সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান মো. ইসমাইল মজুমদার বলেন, সিলেট মহানগরীর ১০টি স্থানে টিসিবি পেঁয়াজসহ অন্যান্য পণ্য বিক্রি করছে। কিছুদিন আগে পেঁয়াজের দাম চড়া ছিল। বাজারে এখন পেঁয়াজের দাম স্বস্তির পর্যায়ে রয়েছে। আমরা ১৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছি। কিন্তু ক্রেতার দেখা মিলছে না। আগে যেখানে টিসিবির ট্রাকের সামনে লম্বা লাইন থাকতো, এখন সারা দিনে ২০-৩০ জন ক্রেতাও আসছেন না।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর