২১ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪১

মাতৃভাষা দিবসে ‘বাতিঘর'র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ (সিলেট)

মাতৃভাষা দিবসে ‘বাতিঘর'র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেটের বিশ্বনাথের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংগঠন ‘বাতিঘর'র উদ্যোগে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার রাজাগঞ্জ বাজারস্থ বাতিঘর কনফারেন্স হলে এই প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়।

বাতিঘর সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখলাকুর রহমানের পরিচালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি সুমন আহমদ, ইমাদ উদ্দিন, সাবেক পাঠাগার সম্পাদক মোস্তফিজুর রহমান আতিক। শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাতিঘর সদস্য মাছুম হুসাইন। স্বাগত বক্তব্য দেন বাতিঘর'র সহ-পাঠশালা সম্পাদক জাকির হোসেন শাহেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাতিঘর'র সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, পাঠাগার সম্পাদক জামিল আহমেদ মামুন, পাঠশালা বিষয়ক সম্পাদক শামীম আহমদ। দেশাত্মবোধক গান পরিবেশন করেন জসিম উদ্দীন জুয়েল ও কবিতা আবৃত্তি করেন আবুল ফাত্তাহ নোমান। সভার শেষদিকে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এছাড়াও, শিক্ষার্থীদের অংশগ্রহণে ৫২'র ভাষা শহীদদের স্মরণে সাক্ষরলিপির আয়োজন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাতিঘর'র সাবেক সহ-সভাপতি রেজা হাসান, তারেক আহমেদ, সহ-পাঠাগার সম্পাদক আবদুল গাফফার লিমন, রক্তদান সম্পাদক মুজাক্কির আহমদ মারজান, সদস্য শাহরিয়ার আহমেদ, জাকির হোসেন, তানভীর আহমেদ, ফাহিম আহমেদ, ইমন আহমেদ প্রমুখ। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর