৮ মার্চ, ২০২১ ২০:৫৮

ফুটপাতে ব্যাগভর্তি জাতীয় পরিচয়পত্র!

সিলেট ব্যুরো

ফুটপাতে ব্যাগভর্তি জাতীয় পরিচয়পত্র!

সিলেট নগরীর খাসদবির এলাকায় রাস্তার পাশে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২৮৭টি এনআইডি কার্ড (জাতীয় পরিচয়পত্র) উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে খাসদবির মোজাহিদ ভিলার সামনে থেকে এই এনআইডি কার্ডগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, খাসদবির মূল সড়কের মোজাহিদ ভিলার সামনে তিনটি ব্যাগ ফেলে যান একজন নারী। স্থানীয়রা ব্যাগগুলো তল্লাশি করে দেখেন দু'টিতে পুরোনো কাপড় আর একটি ব্যাগ ভর্তি জাতীয় পরিচয়পত্র। পরে তারা বিষয়টি পুলিশকে অবগত করলে এয়ারপোর্ট থানার আওতাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির একটি টিম এসে কার্ডগুলো উদ্ধার করে।

এ বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ এসআই মফিজুর রহমান বলেন, রবিবার রাতে এলাকাবাসী খবর দিলে পুলিশ খাসদবির থেকে ২৮৭টি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করে। যেখানে নগরীর বিভিন্ন এলাকার, বিভিন্ন পেশার মানুষের পরিচয়পত্র রয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা যাচ্ছে স্মার্ট কার্ড গ্রহণের পর ফেরত দেওয়া জাতীয় পরিচয়পত্র কেউ চুরি করে রাস্তায় ফেলে গেছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর